করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণী।

করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা।


করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে আমরা 'করোনা ভাইরাস' সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনাটি শিখে নেওয়া যাক। 

করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধু সংলাপ রচনা

রিয়াঃ হাই প্রিয়া, কেমন আছো? তুমি মাস্ক পড়নি কেন?

প্রিয়াঃ ভালো আছি। আমি মাস্ক পড়ি না। লকডাউন তো এখন শেষ।

রিয়াঃ হ্যাঁ, লকডাউন শেষ হয়েছে কিন্তু আমাদের এখনও কোভিড নির্দেশিকা অনুসরণ করতে হবে। 

প্রিয়াঃ কিন্তু কেন? এখন তো লকডাউন নেই।

রিয়াঃ এর কারণ হল লকডাউন শেষ হওয়ার পরে, মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে যার কারণে করোনা ভাইরাস আবার বাড়ছে। এবং এমন অনেক জায়গা রয়েছে যেগুলি আবার লকডাউন করা হয়েছে। 

প্রিয়াঃ ওহ, এটা খুব খারাপ। আমি এটা সম্পর্কে মোটেও সচেতন ছিলাম না। আমি পুরো সপ্তাহ ধরে মাস্ক পরি নি। আমার কোভিড-১৯ আছে কি না আমি কীভাবে জানব?

রিয়াঃ তিনটি প্রধান লক্ষণ হল জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। দেখে মনে হতে পারে সিজনাল অ্যালার্জি বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে। কারণ কোভিড-১৯ লক্ষণ তুমি যদি এই লক্ষণ গুলি অনুভব কর তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং কোভিড পরিক্ষা করতে হবে। 

প্রিয়াঃ অবশ্যই, তার মানে আমার মাস্ক পরা উচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং নিয়মিত স্যানিটাইজ ব্যবহার করা উচিত। 

রিয়াঃ হ্যাঁ, আমাদের সতর্ক হওয়া উচিত। প্রাথমিক সতর্কতা অবলম্বন করতে হবে। হাঁচি কাশির সময় রোমাল বা টিস্যু ব্যবহারের করতে হবে। চোখ, নাক ও মুখ অপ্রয়োজনে সাবান দিয়ে হাত ধুয়া ছাড়া স্পর্শ করা যাবে না। কমপক্ষে, ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

প্রিয়াঃ তোমাকে ধন্যবাদ রিয়া আমাকে উপলব্ধি করার জন্য যে আমাকে কোভিড নির্দেশিকা অনুসরণ করতে হবে।

রিয়াঃ তোমাকেও ধন্যবাদ। আশা করি এটি শীঘ্রই স্থির হবে।

প্রিয়াঃ আমিও তাই আশা করি। ভালো থেকো। বিদায়।

রিয়াঃ তুমিও ভালো থেকো। বিদায়।



একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW দিয়ে রাখতে পার।

Post a Comment

Previous Post Next Post