Climate Change | Paragraph | SSC Exam | Runner education BD.

Climate change paragraph writing for ssc exam.

Climate change paragraph writing for ssc exam.


Dear SSC Examiner Friends, I hope you are all well. I am Ronzu, welcome to Runner Education BD. Today we will learn 'Climate Change' Paragraph. Let's start today's class without more speaking.

Climate Change

Climate change means the harmful state of the world's climate.This is caused by environmental pollution. Carbon-dioxide is the main cause are also responsible for this. Deforestation, vehicles, mails, and factories, burning Wood and Oil etc contribute to the increase of Carbon-dioxide. The effects of climate change are serious. The ozone layer is getting decayed. The people are becoming the Victims of diseases. Natural calamities are taking place. The polar ice caps have started melting. The Sea-level is rising. The lower parts of the world may go under water. It is High time to check the green house gasses. We should plant more and more trees. People should be made more aware in the regard. 

জলবায়ু পরিবর্তন

বাংলা অনুবাদঃ জলবায়ু পরিবর্তন বলতে বিশ্বের জলবায়ুর ক্ষতিকর অবস্থাকে বোঝানো হয়েছে। এটা পরিবেশ দূষণের কারণে সৃষ্টি হয়। কার্বনডাই-অক্সাইড জলবায়ুর পরিবর্তনের প্রধান কারণ। মিথেন ও ক্লোরোফ্লোকার্বনও এর জন্য দায়ী। বন নিধন, যানবাহন, কলকারখানা, কাঠ ও তেল পুড়ানো ইত্যাদি কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলাফল মারাত্মক। ওজন স্তরের ক্ষতি হচ্ছে। লোকজন রোগে শিকার হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ সংঘটিত হচ্ছে। মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করছে। পানির সমৃদ্রতল বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের নিম্ন এলাকা পানির চলে যেতে পারে। গ্রীণ হাউজ গ্যাস নিয়ন্ত্রণ করার এখনই উপযুক্ত সময়। আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। এ ব্যাপারে লোকজনকে সচেতন করা উচিত।

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।

Post a Comment

Previous Post Next Post