বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা। বাংলা ২য়। একাদশ ও দ্বাদশ শ্রেণি। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকের আমরা 'বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য' সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের সংলাপ রচনাটি শিখে নেওয়া যাক।
বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা।
জাহিনঃ কী খবর তুহিন, কেমন আছো?
তুহিনঃ ভালো, তুমি কিসের বই পড়?
জাহিনঃ এই তো রবীন্দ্রনাথের 'নৌকা ডুবি' উপন্যাসটি পড়ছি। তারপর তোমার কী খবর?
তুহিনঃ ভালো। তা আজ তো বাংলাদেশর খেলা আছে। খেলা দেখবে তো?
জাহিনঃ আরে দেখব না মানে! অবশ্যই দেখব।
তুহিনঃ বাংলাদেশ দল কিন্তু এখন বিশ্ব ক্রিকেটে ও.ডি.আই. র্যাংকিংয়ে সাতে রয়েছে।
জাহিনঃ আমিও দেখেছি গতকাল রাতে।
তুহিনঃ আর টেস্ট র্যাংকিংয়ে উঠেছে আট নম্বরে।
যদিও বাংলাদেশ তুলনামূলক কম টেস্ট খেলার সুযোগ পায়। কিন্তু তারপরও টেস্টে ভালো করছে।
জাহিনঃ ঠিক বলেছ। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। বিশেষ করে টেস্টে তামিম, মুশফিক, সাকিব, ইমরুল, মমিনুল, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ এখন সুপার পারফার্মার হয়ে উঠেছে।
তুহিনঃ ঠিক বলেছ। ও.ডি.আই ফরম্যাটে তো মাশরাফিই বাংলাদেশকে বদলে দিয়েছে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সেরা দল।
জাহিনঃ হ্যাঁ ক্রিকেট বিশ্বের যেকোনো দেশকে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
তুহিনঃ গত ৪/৫ বছরের ও.ডি.আই ফরম্যাটেও বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সেরা দেশ।
জাহিনঃ বর্তমানে বিবিসি খেলোয়াড়দের ব্যাপারে খুবই সচেতন। তাদেরকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তোলার জন্য কাজ করছে।
তুহিনঃ হ্যাঁ। তবে T-20 পর্যায়ে বাংলাদেশ এখনো আশানুরূপ ফল পাচ্ছে না।
জাহিনঃ এ ব্যাপারে বিবিসি নানা কার্যকারি পদক্ষেপ গ্রহন করেছে।
তুহিনঃ বাংলাদেশ বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে, এ মানটা যদি ধরে রাখতে পারে, তবে ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে বলে মনে হচ্ছে।
জাহিনঃ ঠিক বলেছো। চলো আজকে দুজন একসাথে খেলা দেখি।
তুহিনঃ আচ্ছা, চলো।
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW দিয়ে রাখতে পার।