একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। রানার এডুকেশন বিডির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে' সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের এই সংলাপ রচনাটি শিখে নেওয়া যাক।

একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা।

রাহাতঃ কেমন আছো তপন?

তপনঃ খুবই ভালো আছি। তোমাকে একটি বিষয়ে জানানো জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছি।

রাহাতঃ কী বিষয়? আমারও তো শুনতে আগ্রহ হচ্ছে। 

তপনঃ পরশু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এখন তো পূর্ণিমা চলছে। গ্রামের আকাশে পূর্ণিমা রাতের সে এক অপূর্ব দৃশ্য। 

রাহাতঃ ঠিকই বলেছ। পূর্ণিমা রাতের দৃশ্য এতই দৃষ্টিনন্দন যে একে ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। 

তপনঃ সেই নির্জন রাতের আকাশে মনে হলো যেন এক আনন্দ-বেদনার শক্তিশালী প্রতীক হিসেবে একা দাঁড়িয়ে আছে সেই চাঁদ।

রাহাতঃ আর তারই অস্তিত্ব জানান দিচ্ছে নদীর পানিতে আছড়ে পড়া তার তীব্র আলোর রশ্মি। 

তপনঃ মনে হচ্ছিল এমন অপরুপ সৌন্দর্য বিধাতা কেন সৃষ্টি করেছে? যার রুপ দেখে ভীষণ হিংসা হচ্ছিল। 

রাহাতঃ নীল আকাশে গা বেয়ে জ্যোৎস্না ঝরে পড়ছিল। 

তপনঃ জ্যোৎস্নার ছোঁয়ায় সবকিছু নিরব। ভাবগাম্ভীর পরিবেশ। কিন্তু রাত যতই গভীর হতে থাকলো, ঝিঁঝি পোকার ডাক ততই তীব্র হতে থাকলো। 

রাহাতঃ তাদের ডাকে মনে হচ্ছিল যেন পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে তারাও নিজেদের আনন্দ পরস্পরের মধ্যে ভাগাভাগি করছিল। 

তপনঃ সেই মুগ্ধ করা অপরুপ শোভা যেন চিরদিন এই নয়নপটে স্মরণীয় হয়ে থাকবে। 

রাহাতঃ তোমার কথা গুলো শুনে মনে হচ্ছিল আমিও হারিয়ে গেছি সেই অপুর্ব শোভাতে। তাই অজান্তেই অনেক কথা বলে ফেললাম। 

তপনঃ খুব ভালো লাগলো তোমাকে বলতে পেরে।

রাহাতঃ আমারও ভিষণ ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে। 

তপনঃ তোমাকেও ধন্যবাদ। ভালো থেকো।

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।

Post a Comment

Previous Post Next Post