উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'উচ্চমাধ্যমিক পরিক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা' সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের সংলাপ রচনাটি শিখে নেওয়া যাক।

 উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা।

সিয়ামঃ শুভ সন্ধ্যা। কেমন আছো আবীর?

আবীরঃ তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি কেমন আছো? 

সিয়ামঃ আমি ভালো আছি। তারপর তোমার খবর কী?

আবীরঃ আমার খবর ভালো। তারপর অনেক ভালো ফলাফল করলে, ভবিষ্যতে কী হতে চাও তুমি? 

সিয়ামঃ হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই। 

আবীরঃ ডাক্তার কেন? অন্য কিছু তো হতে পার?

সিয়ামঃ তোমার কথা ঠিক। তবে আমার ইচ্ছা অসহায় মানুষের সেবা করা। এম. বি. বি. এস পাস করে আমি গ্রামের ফিরবো এবং পল্লীর অসহায় মানুষের সেবাই নিজেকে আত্মনিয়োগ করব। কারণ, অরা অর্থের অভাবে সুচিকিৎসা পায় না। তাই ডাক্তার হয়ে সেসকল মানুষের সেবা করতে চাই। 

আবীরঃ তোমার ইচ্ছার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তবে তোমার পরিবারের মতামত কী?

সিয়ামঃ আমার ইচ্ছার কথা শুনে তারা খুবই খুশি হয়েছে। তারা আমাকে স্বাগত জানিয়েছে।

আবীরঃ তাহলে তো আর কোনো কথাই নেই। আমরাও তোমাকে সুচিকিৎসক হিসেবে দেখতে চাই। আজ চলি সিয়াম, রাত হয়ে যাচ্ছে।

সিয়ামঃ ধন্যবাদ। ভালো থেকো। আবার দেখা হবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।

1 Comments

Previous Post Next Post