নারীশিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।


নারীশিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।

একাদশ-দ্বাদশ শ্রেণির ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তোমাদের পড়াশোনার, আশা করি ভালো। আজকে আমরা নারীশিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের সংলাপ রচনাটি শিখে নেওয়া যাক।

নারীশিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা।

বাবা : দিশা, কী করছ?
দিশা : বসে আছি, বাবা।
বাবা : দিশা, নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে তোমার কোনো ধারণা আছে?
দিশা : শিক্ষা তো সবার জন্য বাবা। নারী আর পুরুষভেদে শিক্ষা কী?
বাবা : তুমি ঠিক বলেছ, শিক্ষা সবার জন্য কিন্তু আমাদের সমাজে নারীরা বেশির ভাগ অশিক্ষিত। এ কারণে আমাদের দেশের উন্নয়ন এত মন্থর।
দিশা : বাবা, আমাদের দেশে নারীশিক্ষার প্রতি এত অনীহা কেন?
বাবা : আমাদের পুরুষশাসিত সমাজ। আমরা সব সময় নারীদের দমিয়ে রাখতে চেষ্টা করি। ধর্মান্ধতার কারণে নারীদের শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখা হয়।
দিশা : শিক্ষা কি পারে নারীদের সব শোষণের ঊর্ধ্বে নিয়ে যেতে?
বাবা : অবশ্যই। শিক্ষা নারীকে সচেতন করে তোলে। নারীকে ভালো-মন্দ বোঝার ক্ষমতা দেয়। সব ধরনের অত্যাচারের প্রতিবাদ করতে শেখায়।
দিশা : শিক্ষিত নারী দেশ ও জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাবা : তুমি ঠিক বলেছ। একজন শিক্ষিত নারী ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত গ্রহন করে নিজ দেশ ও পরিবারকে ভুল পদক্ষেপ গ্রহন থেকে বাঁচাতে পারে। নেপোলিয়ান নারীশিক্ষা সম্পর্কে বলেছেন, 'আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব।
দিশা : হ্যাঁ বাবা, একজন শিক্ষিত মা সন্তানের সঠিক বিকাশের প্রতি সচেতন থাকেন। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।
বাবা : একটি শিশুর মধ্যে একটি সুন্দর জাতির ভবিষ্যৎ লুকায়িত থাকে। সুতরাং মা যদি সন্তানকে সঠিক পথ দেখাতে পারেন, তবে জাতি সঠিক পথে পরিচালিত হবে। 
দিশা : আমি নারী শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছি। এ জন্য সরকার হয়তো নারী শিক্ষার প্রসারের জন্য এত পদক্ষেপ গ্রহণ করেছে। 
বাবা : হ্যাঁ, সরকারের পদক্ষেপ প্রশংসাযোগ্য। তবে প্রথমে আমাদের নিজেদের নারীশিক্ষা সম্পর্কে সচেতন হতে হবে, বিশেষ করে নারীকে সচেতন হতে হবে। 
দিশা : আমি আমার বন্ধুদের সাথে এ ব্যাপারে আলোচনা করবো। 
বাবা : ঠিক আছে দিশা। এখন নিজের কাজে মন দাও।
দিশা : ঠিক আছে বাবা।

আরো সংলাপ রচনা পড়তে নিচের বাটনটিতে কিক্ল করতে পারো।

Post a Comment

Previous Post Next Post