বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'বিনা বেতন অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট' আবেদন পত্রটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের আবেদন পত্রটি শিখে নেওয়া যাক।

বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র।

৩১ জুলাই, ২০২২
বরাবর 
অধ্যক্ষ
সরকারি হাজী জালমামুদ কলেজ 
নকলা, শেরপুর। 
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। 
জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার বাবা একজন রিকশাচালক। তাঁর উপার্জিত সামান্য আয়ের ওপরই আমাদের আট সদস্যবিশিষ্ট পরিবারটি সম্পূর্ণভাবে নির্ভরশীল। আয়-স্বল্পতার কারণে আমার আরও দুই ভাইবোনের শিক্ষাব্যয়সহ আমার অধ্যয়ন খরচ বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আপনার সহযোগিতা ছাড়া আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, আমি বিগত এসএসসি পরীক্ষায় 'এ+' পেয়ে উত্তির্ণ হয়েছি। এছাড়া বর্তমানে কলেজের শ্রেণি পরিক্ষাগুলোতে সর্বোচ্চ নম্বর পেয়ে আসছি।
অতএব, বিনীত আবেদন, আমার বাবার আর্থিক অবস্থা বিবেচনা করে এবং শিক্ষাক্ষেত্রে আমার সাফল্য বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র 
মোঃ মনিরুল ইসলাম 
একাদশ শ্রেণি, বিজ্ঞান শাখা/ক্রমিক নং-২, সরকারি হাজী জালমামুদ কলেজ, নকলা, শেরপুর।

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।

Post a Comment

Previous Post Next Post