উচ্চমাধ্যমিক পরীক্ষা পাসের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।
একাদশ-দ্বাদশ শ্রেণির ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তোমাদের পড়াশোনার, আশা করি ভালো। আজকে আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পাসের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা টি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের সংলাপ রচনা টি শিখে নেওয়া যাক।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পাসের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা।
সিয়াম : শুভ সন্ধ্যা। কেমন আছ আবীর?
আবীর : তোমাকে অনেক অনেক অভিনন্দন । তুমি কেমন আছ?
সিয়াম : আমি ভালো আছি। তারপর তোমার খবর কী?
আবীর : আমার খবর ভালো । তারপর অনেক ভালো ফলাফল করলে, এখন ভবিষ্যতে কী হতে চাও?
সিয়াম : হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
আবীর : কিন্তু কেন? অন্য কিছুও তো হতে পার?
সিয়াম : তোমার কথা ঠিক। তবে আমার ইচ্ছা অসহায় মানুষের সেবা করা। এম.বি.বি.এস. পাস করে আমি গ্রামে ফিরবো এবং পল্লির অসহায় মানুষদের সেবা শুশ্রূষায় আত্মনিয়োগ করব। কারণ এরা অর্থের অভাবে সুচিকিৎসা পায় না। তাই এই অবহেলিত মানুষকে আমি বিনা মূল্যে চিকিৎসা দিতে চাই।
আবীর : তোমার ইচ্ছার কথা শুনে আমার খুবই ভালো লাগল। তোমার অভিভাবকের কী মতামত?
সিয়াম : আমার ইচ্ছার কথা শুনে বাবা খুবই খুশি হলেন। তিনি আমার মতামতকে স্বাগত জানিয়েছেন।
আবীর : তাহলে তো আর কথাই নেই। আমরাও তোমার মতো একজন মানুষকে সুচিকিৎসক হিসেবে দেখতে চাই। সিয়াম, আজ তবে চলি। অনেক রাত হলো।
সিয়াম : ধন্যবাদ। ভালো থেকো। আবার দেখা হবে।