দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
মূলভাবঃ বিদ্যা মানবজীবনের অমূল্য সম্পদ। এর প্রভাবে অন্তর আলোকিত হয়। কিন্তু দুর্জন ব্যক্তির বিদ্যা ক্ষতিকর। দুর্জন বলতে আমরা খারাপ প্রকৃতির মানুষকে বুঝে থাকি। আর এ শ্রেণীর মানুষ যদি বিদ্বানও হয়, তবুও তার সঙ্গে পরিহার করা উচিত।
সম্প্রসারিত ভাবঃ এ কথা নিশ্চিত যে বিদ্যা মানুষের মহামূল্যবান সম্পদ। একজন মানুষের সহায়-সম্পদ সবকিছু চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তার অর্জিত বিদ্যা অক্ষয় থাকে। বিদ্বান ব্যক্তির স্পর্শে সমাজ, রাষ্ট্র ও পরিবার আলোকিত হয়ে ওঠে। আর এ কারণেই জীবনে বিদ্যার গুরুত্ব অপরিসীম। বিদ্বান ব্যাক্তিকে তাই সবাই সম্মান করে। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয়, তবে তার সঙ্গ পরিহার করা অতীব জরুরি। কোনো চরিত্রহীন ব্যক্তি যদি বিভিন্ন বিদ্যায় পারদর্শীও হয়, তবুও সে ভয়ংকর। কারণ, এ রকম বিদ্বান লোক নিজের বিদ্যা-বুদ্ধির অপব্যবহার করে যে কোনো অন্যায় কাজ করতে পারে। মহামূল্যবান বিদ্যা জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে প্রকৃত মনুষ্যত্ব দান করে, করে তুলে মহীয়ান। সেই বিদ্যা যে দুর্জনকে সংশোধন করতে পারেনি, সে অতীব ভয়ংকর। তার সাহচর্যে সচ্চরিত্রবানও হতে পারে কলুষিত। বিদ্যার চেয়ে চরিত্র মূল্যবান। তাই বিদ্যার নিমিত্ত চরিত্র হারানো ঠিক নয়। দুর্জন বিদ্বানের সংস্পর্শে নিজের মহামূল্যবান চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
জ্ঞানী লোকেরা তাই দুর্জন ব্যক্তিকে সাপের সঙ্গে এবং তার বিদ্যাকে সাপের ফণার মণির সঙ্গে তুলনা করে থাকেন। মণি যদিও মহামূল্যবান, কিন্তু সেই মণি লাভের আশায় সাপের কাছে যাওয়া বোকামি। কারণ, সাপ যেকোনো সময় ছোবল দিয়ে মণির চেয়ে মহামূল্যবান জীবনটিকেই নাশ করতে পারে। তেমনি দুর্জন বিদ্বানের কাছে যাওয়া বিপজ্জনক, কারণ তার দ্বারা মহামূল্যবান চরিত্র হওয়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো অবস্থায়ই দুর্জন হলেও তার সাহচার্য ত্যাগ করা বিধেয়।
মন্তব্যঃ বিদ্যার চেয়ে চরিত্র অধিক মূল্যবান। চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তার সাহচর্যে নিজের মূল্যবান চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তার দুর্জন ব্যক্তি যত বড় বিদ্বানই হোক না কেন, সর্বাবস্থায় তাকে পরিত্যাগ করতে হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।