বিপদে বন্ধুর পরিচয় | ক্ষুদে গল্প রচনা | এইচএসসি পরীক্ষা | একাদশ ও দ্বাদশ শ্রেণি | বাংলা ২য় পত্র |

 
বিপদে বন্ধুর পরিচয়। খুদে গল্প রচনা। এইচএসসি পরীক্ষা।

বিপদে বন্ধুর পরিচয় ক্ষুদে গল্প রচনা। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'বিপদে বন্ধুর পরিচয়' ক্ষুদে গল্পটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।


গল্পসংকেতঃ নদীপথে দুই বন্ধুর নৌকা ভ্রমণ- পরস্পরের জন্য আত্মত্যাগের অঙ্গীকার- আকস্মিক নৌকা ডুবে যায় - এক বন্ধু সাঁতার জানে আরেক বন্ধু সাঁতারে অক্ষম।..... 


বিপদে বন্ধুর পরিচয়

সজীব ও শাহেদ দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তাদের বন্ধুত্ব। গ্রামের দু পারে তাদের বাড়ি। তারা ঠিক করে, নদী পথে একদিন নৌকা ভ্রমণ করবে। যে কোনো ছুটির দিনে তারা সারাদিন নদীতে নৌকায় থাকবে। তবে সজীব সাঁতার জানে কিন্তু শাহেদ সাঁতার জানে না। সজীব তাকে সাহস দেয়। পরস্পরের জন্য তারা আত্মত্যাগের অঙ্গীকার করে। একদিন তারা নৌকা নিয়ে নদী পথে বের হয়। ডেমড়া ঘাট থেকে তারা শীতলক্ষ্যা নদীপথে রুপগঞ্জের মুড়াপাড়া যাবে। উদ্দেশ্য নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করা। কিন্তু শাহেদর ভয় হলো সে সাঁতার জানে না। তবে তার বন্ধু সজীব ভালো সাঁতার জানে, এ কথা ভেবে সে মনে মনে চাঙ্গা হয়ে ওঠে। নৌকা ডুবে গেলে সজীব তাকে বাঁচাবে। ডেমড়া ঘাট থেকে নৌকা এগিয়ে চলছিল মুড়াপাড়ার দিকে। দুই বন্ধু মিলে উপভোগ করছিল নদীর দুই তীরের মনোরম দৃশ্য। কিন্তু হঠাৎ পরিবেশ বদলে গেল, শুরু হলো দমকা বাতাস। ধীরে ধীরে বাতাসে গতি বাড়তে লাগলো। নৌকার অবস্থা টালমাটাল। ঢেউয়ের কারণে নৌকায় পানি উঠতে লাগলো। শাহেদ সাঁতার জানে না বলে নৌকাটাকে তারাতারি তীরে নিয়ে বলছিল মাঝিকে। কিন্তু প্রবল বাতাসের কারণে নৌকা তীরে আনা যাচ্ছিল না। হঠাৎ করে নৌকা ডুবে যায়। বন্ধুর শাহেদের কথা মনে থাকলো না সজীবের। ভুলে গেল আত্মত্যাগের অঙ্গীকার। সে সাঁতার কেটে তীরে যেতে যেতে ভাবছিল - নিজে বাঁচলে বাপের নাম। এদিকে শাহেদ পানিতে ডুবে যেতে যেতে কিসের সাথে যেন ধাক্কা খায় আর সাথে সাথে ধরে ফেলে সেটাকে। একটা কলাগাছ। সেই কলাগাছটাকে অবলম্বন করে সে তীরের দিকে যাওয়ার চেষ্টা করে আর ভাবে, অন্তত মৃত্যুর হাত থেকে বাঁচা গেল। সজীব আমার কথা না ভেবে নিজেকে বাঁচালো। এই হলো বিপদে বন্ধুর পরিচয়।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।


Post a Comment

Previous Post Next Post