বই পড়ার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

বই পড়ার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

বই পড়ার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এইচএসসি পরিক্ষা সকল বোর্ড।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'বই পড়ার গুরুত্ব' সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।

বই পড়ার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা

শফিকঃ কেমন আছো তুহিন?

তুহিনঃ ভালো আছি। তুমি কেমন আছো?

শফিকঃ ভালো। কয়েক দিন ধরে একটু ব্যস্ত আছি।
তুহিনঃ কী বিষয়ে? আমি কী কোনো সহযোগিতা করতে পারি?


শফিকঃ আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন আছে, আমাদের গ্রামে একটি গনপাঠশালা গড়ে তুলব।

তুহিনঃ এটা তো খুব ভালো উদ্যোগ। কিন্তু কী করতে হবে বলো? সত্যিই বই পড়ার বিকল্প নেই।

শফিকঃ বই জ্ঞান অর্জনের অন্যতম শক্তিশালী উৎস। বই পড়ার মাধ্যমেই আমরা জগতের সমস্ত রহস্যভেদ জানতে পারি।


তুহিনঃ তুমি ঠিক বলেছ। বই আমাদের সামনে সকল জ্ঞানের দুয়ার খুলে দেয়।

শফিকঃ আমি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের বেশ কিছু রচনা পড়েছি। সাহিত্য পাঠের মধ্যে যে এক অন্যরকম আনন্দ আছে, তা আগে জানা ছিল না।

তুহিনঃ একজন শিক্ষিত মানুষ জাতির ভবিষ্যতে কান্ডারী। তাই বই পড়ার অভ্যাস সবার গড়ে তুলা উচিত।


শফিকঃ প্রতিদিন নিয়ম করে কোনো না কোনো বই পড়ার অভ্যাস আমাদের জীবনকে সুন্দর করতে সহযোগিতা করে।

তুহিনঃ নিজে বই পড়ে যা জানতে পারি, অন্যদের সাথে সেগুলো আলোচনা করার ফলে সেই জানাটা আরও বেশি সমৃদ্ধ হয়।

শফিকঃ তাই আমি বই পড়ার গুরুত্ব অনুধাবন করছি এবং আমি মনে করি, সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলা দরকার।


তুহিনঃ কিন্তু আমাদের গ্রামের বেশির ভাগ মানুষই দরিদ্র। এত দামি দামি বই কিনে পড়ার সামর্থ্য অনেকেরই নেই।

শফিকঃ তাই আমার পরিকল্পনা হচ্ছে গ্রামে একটি গনপাঠাগার গড়ে তুলা। যেখান থেকে বিনামূল্যে বই সংগ্রহ করে পড়তে পারবে। আমি কী বই সংগ্রহে তোমাকে সহযোগিতা করতে পারি?

তুহিনঃ অবশ্যই পারবে। এমন একটি মহতী কাজে যুক্ত হতে পারলে নিজেকে গর্বিত মনে করব।


শফিকঃ অনেক ধন্যবাদ। ভালো থেকো। বিদায়।

তুহিনঃ তুমিও ভালো থেকো। বিদায়।


একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষা জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো এই লিংক থেকে।

Post a Comment

Previous Post Next Post