অধম রতন পাইলে কি হইবে ফল? সারমর্ম রচনা। বাংলা ২য় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণি।

অধম রতন পাইলে কি হইবে ফল? উপদেশে কখনোও কি সাধু হয় খল? সারমর্ম রচনা। বাংলা ২য় পত্র। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।

অধম রতন পাইলে কি হইবে ফল? উপদেশে কখনোও কি সাধু হয় খল? সারমর্ম রচনা। বাংলা ২য় পত্র। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'অধম রতন পাইলে কি হইবে ফল?' সারমর্ম রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকর সারমর্ম টি শিখে নেওয়া যাক।

অধম রতন পাইলে কি হইবে ফল? উপদেশে কখনোও কি সাধু হয় খল? সারমর্ম রচনা।

অধম রতন পাইলে কি হইবে ফল?
উপদেশে কখনোও কি সাধু হয় খল?
ভালোমন্দ দোষগুণ আধারেতে ধরে,
ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে।
লবণ জলদি জল করিয়া ভক্ষণ 
জলধর করে দেখ সুধা বরিষণ। 
সুজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া 
কুজনে কু-রব করে সু-রব নাশিয়া।


সারমর্মঃ সমাজ সংসারে ভালো মন্দ দু’ধরনের লোকই বাস করে। তবে দুই ধরনের মানুষই সমাজে নিজেদের প্রকাশ ঘটায় দুইভাবে - সৎ লোক সমাজে শুধু ভালো দিকগুলিই প্রকাশ করে,  আর মন্দ লোক সমাজে অনান্য মানুষের খারাপ দিকগুলি খুঁজে বেড়ায়।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিক্ষার জন্য এরকম আরো বেশি বেশি নোট ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করতে পারো। ফেইসবুকে সবার আগে আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজটি FOLLOW করতে পারো।


Post a Comment

Previous Post Next Post