'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা | এইচএসসি পরীক্ষা | বাংলা ২য় পত্র | একাদশ ও দ্বাদশ শ্রেণি |

নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা

নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা সকল বোর্ড।


একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'নিরাপদ সড়ক চাই' সংলাপ রচনাটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।

নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধু সংলাপ রচনা

রহিমঃ কেমন আছো জামিল? অনেক দিন হলো তোমার সাথে সাক্ষাৎ নেই। ছিলে কোথায় এতদিন? 
জামিলঃ কয়েক দিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আমার ছোট ভাই গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় আঘাত হয়েছে। 
রহিমঃ আর বল না। সড়ক দুর্ঘটনা এখন একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন টিভি, সংবাদপত্রের অসংখ্য সড়ক দুর্ঘটনা খবর আসছে। কীভাবে ঘটনাটা ঘটলো বলবে একটু। 
জামিলঃ সেদিন সে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তা পার হচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। অল্পের জন্য বেঁচে গেছে। ডান পায়ে বেশি ক্ষতি হয়েছে। 
রহিমঃ আমাদের দেশে প্রতিদিনই এমন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। অসংখ্য মানুষ তাদের মূল্যবান জীবন হারাচ্ছে। 
জামিলঃ সড়ক দুর্ঘটনা এখন আমাদের দেশের একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি এখনো রাস্তায় চলাচল করছে। দীর্ঘ সময় যানজট থাকার কারণে বেপরোয়া গাড়ি চালায় ড্রাইভাররা।
রহিমঃ পথচারীরাও ফুটপাত বা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। তারা নিজেদের ইচ্ছা মতো রাস্তা পারাপার করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। 
জামিলঃ সড়ক দুর্ঘটনা অনেক ক্ষেত্রে আমাদের অসচেতনতাই দায়ী। কিন্তু অনেক সময় চালাকরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। 
রহিমঃ গণপরিবহন গুলোতে যে ধরনের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তাতে করে রাস্তায় চলাচল করা বর্তমান সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জামিলঃ অনেক সময় চালকরা মাদকাসক্ত হয়ে গাড়ি চালায়। যার ফলে, সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। 
রহিমঃ বর্তমানে ছোট্ট ছেলেরাও গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করছে। যারা অনেক সময় পরিস্থিতি বুঝে উঠতে পারে না। 
জামিলঃ এখন আমাদের দুশ্চিন্তার বিষয় হলো এই ভয়াবহ বিপদ থেকে নিজেরকে রক্ষা করা। সচেতন হওয়া। 
রহিমঃ আমাদের অনেক বেশি গণসচেতনতা মূলক কাজ করতে হবে। সাধারণ মানুষকে সড়ক দুর্ঘটনার বিষয়ে বোঝাতে হবে। 
জামিলঃ ফুটপাত ও ওভারব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে হবে।
রহিমঃ 'নিরাপদ সড়ক চাই' বিষয়টি সভা-সমাবেশ করে মানুষকে বোঝতে হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
জামিলঃ আমি এ কাজে তোমার সহযোগিতা করবো। আজ আসি। ভালো থেকো। 
রহিমঃ তুমিও ভালো থেকো জামিল। বিদায়।

আরও সংলাপ রচনা পড়তে নিচের বাটনটিতে ক্লিক কর।

1 Comments

Previous Post Next Post