বই মেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা | এসএসসি পরীক্ষা সকল বোর্ড | বাংলা ২য় পত্র | একাদশ ও দ্বাদশ শ্রেণী

বই মেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা | এসএসসি পরীক্ষা সকল বোর্ড | বাংলা ২য় পত্র | একাদশ ও দ্বাদশ শ্রেণী

বই মেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা | এসএসসি পরীক্ষা সকল বোর্ড | বাংলা ২য় পত্র | একাদশ ও দ্বাদশ শ্রেণী

একাদশ-দ্বাদশ শ্রেণির ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তোমাদের পড়াশোনার, আশা করি ভালো। আজকে আমরা বই মেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা টি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের সংলাপ রচনা টি শিখে নেওয়া যাক।

 বই মেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা । এসএসসি পরীক্ষা সকল বোর্ড।

তানিয়াঃ শুভ সকাল সুরভী, কেমন আছ?

সুরভীঃ খুব ভালো আছি। তুমি কেমন আছ?

তানিয়াঃ আমিও বেশ আছি। তা গতকাল তোমাকে ফোনে পাওয়া যায়নি কেন?

সুরভীঃ  আমি মামার সঙ্গে, বাংলা একাডেমিতে বইমেলায় গিয়েছিলাম।

তানিয়াঃ  আমি কখনো বইমেলায় যাইনি। তা তুমি কী কী বই কিনলে? 

সুরভীঃ গতকাল শুক্রবার হওয়ায় বেলা ১১টা থেকেই মেলা বসেছিল। আমি ১২টায় গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা মেলায় ঘুরেছি প্রখ্যাত অনুবাদকের কিছু অনুবাদ গ্রন্থ, জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন, শামসুর রাহমানের কবিতাসমগ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ', উপন্যাসসমগ্র, বেগম রোকেয়ার 'অবরোধবাসিনী' এবং আরো কিছু সাম্প্রতিক তরুণ লেখকের উপন্যাস কিনেছি।

তানিয়াঃ শুনেছি, ওখানে বইমেলা ছাড়াও আরো নাকি অনেক অনুষ্ঠান হয়?

সুরভীঃ হ্যাঁ, ক্রেতা-বিক্রেতার সমাগম ছাড়াও ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি হয়।

তানিয়াঃ তুমি তো মেলায় অনেকক্ষণ ছিলে, সবকিছুই মনে হয় দেখেছ?

সুরভীঃ হ্যা তাই। আমার মামারও একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেই সূত্রে আমি নজরুল মঞ্চে উঠতে পেরেছিলাম। জাফর ইকবাল স্যারের একটি অটোগ্রাফও নিয়েছি। আর অনুষ্ঠান তো দেখেছিই ।

তানিয়াঃ তোমাকে ধন্যবাদ। তোমার কথা শুনে আমি বইমেলা সম্পর্কে অনেক তথ্য পেলাম এবং উৎসাহিত হলাম। আমিও চেষ্টা করব শীঘ্রই বইমেলায় বেড়িয়ে আসতে।

সুরভীঃ বেশ। যেও, আবার দেখা হবে। আজ আসি তবে।

আরো সংলাপ রচনা পড়তে নিচের বাটনটিতে কিক্ল করতে পারো।

Post a Comment

Previous Post Next Post