ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা । বাংলা ২য় পত্র । একাদশ ও দ্বাদশ শ্রেণি ।

ফেসবুকের সুফল ও কুফল বিষয় দুই বন্ধুর সংলাপ রচনা।
ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা। এইচএসসি পরীক্ষা ২০২২ সকল বোর্ড।

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'ফেইসবুকের সুফল ও কুফল বিষয়ে' সংলাপ রচনাটি শিখবো। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।

ফেইসবুকের সুফল ও কুফল বিষয় দুই বন্ধুর সংলাপ রচনা

রাশিকুলঃ কেমন আছো লিখন?
লিখনঃ ভালো। তুমি? তোমার শরীর ভালো আছো তো?
রাশিকুলঃ ভালো আছি। তোমার কাছে একটা বিষয়ে মতামত জানতে চাই। বর্তমান যুগে ফেসবুক একটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। এ বিষয়ে তুমি কী মনে কর? 
লিখনঃ ফেসবুক আমাদের অনেক বড় যোগাযোগ মাধ্যম এ কথা সত্যি কিন্তুু এর সুফল ও কুফল উভয়ই রয়েছে। 
রাশিকুলঃ এর মাধ্যমে আমরা সহজেই কথা ও ছবি আদান-প্রদান এবং অডিও ও ভিডিও শেয়ার করতে পারি।
লিখনঃ দেশের ভেতর তো বটেই, এমনকি বিদেশি বন্ধুর সাথে যোগাযোগের সবচেয়ে সহজলভ্য মাধ্যম এখন ফেইসবুক। 
রাশিকুলঃ ফেসবুক ব্যবহারের মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে অনেক মানুষের বন্ধু হতে পারি।
লিখনঃ ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আমরা বিনামূল্যে যোগাযোগ করতে পারি। 
রাশিকুলঃ কিন্তু বর্তমানে এই সামাজিক মাধ্যমে অনেক অসামাজিক কাজও সংঘটিত হচ্ছে। 
লিখনঃ অনেক সময় ফেসবুকের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মানুষ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। 
রাশিকুলঃ অনেক অসাধু চক্র অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে নানান অপপ্রচার চালাচ্ছে। যার ফলে অনেকেই সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
লিখনঃ তা ছাড়া আমাদের দৈনন্দিন খরচও বেড়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মে এখন মূল্যবান সময় ফেসবুক ব্যবহারে নষ্ট করছে। 
রাশিকুলঃ অনেকে গভীর রাত জেগে ফেসবুক ব্যবহার করছে, যার ফলে অনেকেই নানান রোগে আক্রান্ত হচ্ছে এবং আমাদের তরুণদের জীবনীশক্তি কমে যাচ্ছে। 
লিখনঃ ফেসবুক অপব্যবহারের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। 
রাশিকুলঃ এর অনেক প্রয়োজনীয়তা রয়েছে এটা স্বীকার করতে হবে, কিন্তু এর অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে রাষ্টীয় উদ্যোগ নিতে হবে। 
লিখনঃ আমি তোমার সাথে একমত।
রাশিকুলঃ ভালো থেকো। বিদায়। 
লিখনঃ তুমিও ভালো থেকো। বিদায়।

আরও সারাংশ পড়তে নিচের বাটনটিতে ক্লিক কর।

2 Comments

Previous Post Next Post