অপরিচিতা গল্পের বোর্ড বইয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর। এইচএসসি পরীক্ষা ২০২৩ সকল বোর্ড।
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ১ম পত্রের 'অপরিচিতা গল্পের বোর্ড বইয়ের বহুনির্বাচনি' প্রশ্নোত্তর শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।
অপরিচিতা গল্পের বোর্ড বইয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. অনুপমের বাবা কী কাজ করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি খ. ওকালতি
গ. মাস্টারি ঘ. ব্যবসা
উত্তরঃ খ. ওকালতি।
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার
ক. প্রতিপত্তি খ. প্রভাব
গ. বিচক্ষনতা ঘ. কূট বুদ্ধি
উত্তরঃ খ. প্রভাব।
নিচের উদ্দিপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিলনা। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি।
৩. দীপুর চাচার সঙ্গে ‘অপরিচিত’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. হরিশের খ. মামার
গ. শিক্ষকের ঘ. বিনুর
উত্তরঃ খ. মামার।
৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছ,
i. দৌরাত্ম্য
ii. হীনম্মন্যতা
iii. লোভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. ii ও iii.