বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে সারাংশ অষ্টম শ্রেণি। জেএসসি পরীক্ষা।
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে' সারাংশটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে সারাংশ। জেএসসি পরীক্ষা।
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে - ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতি নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্ম-বিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিন্দ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপায় করে রাখে।
সারাংশঃ বাঙালি প্রেম-শক্তি ও জ্ঞান-শক্তিতে পৃথিবীখ্যাত। কিন্তু অলসতা তাদের দুর্বল করে রেখেছে। অলসতা আর কাজের প্রতি অনীহারের জন্য তারা জগতের সবকিছু থেকে পিছিয়ে আছে। এই আলস্য কর্ম বিমুখতাকে উপেক্ষা করে বাঙালিকে জেগে উঠতে হবে। তবেই এই বাংলা প্রকৃত অর্থে বাঙালির হবে।