দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম এইচএসসি পরীক্ষা ২০২২ সকল বোর্ড।
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমারা সকলেই ভালো আছো। আমি রঞ্জু, Runner Education BD এর পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা বাংলা ২য় পত্রের 'দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে' সারমর্মটি শিখবো। চল আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক।
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে ?
মাথা উঁচু রাখিস
সুখের সাথী মুখের পানে যদি না চাহে,
ধৈর্য ধরে থাকিস
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে নেমে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
মাথা উঁচু রাখিস
সুখের সাথী মুখের পানে যদি না চাহে,
ধৈর্য ধরে থাকিস
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে নেমে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
সারমর্মঃ অভার অনটনের মধ্যে থেকেও সকল বাধাকে পেছনে ফেলে মাথা ঊঁচু করে দাঁড়াতে হবে।সাহস করে দুঃখ-দৈন্য, অভাবের সামনে দাঁড়াতে পারলে বিজয় অর্জন করা অসম্ভব নয়।
অন্যভাবে লেখা যায়ঃ জীবনে দুঃখ-দারিদ্র্যের মধ্যে কোনো লজ্জা নেই। বরং কারও মুখাপেক্ষী হওয়ার মধ্যেই লজ্জা। বিপদে ধৈর্য্য ধারণ করে দুঃখ-দারিদ্রকে সাহস ও মনবল দিয়ে প্রতিহিত করতে পারলে জীবনে সফল হওয়া যায়।